……কিছু এলোমেলো কথা……
স্বাগতম

আমার ব্লগে আপনাকে স্বাগতম। এটিই আমার প্রথম বাংলা ব্লগ,আমি এখানে আপনাদের জন্য কিছু তথ্য শেয়ার করব। আশা করি আপনাদের ভাল লাগবে আর এখানে সবকিছুই ফ্রী।আমার ব্লগ আমার নিজস্ব চিন্তা আর মন্তব্যের বহিঃপ্রকাশ, তাই আমার কোন মন্তব্য যদি আপনাকে দুঃখ দিয়ে থাকে তাহলে আমি এর জন্য দুঃখিত। আর আমার যে মন্তব্যের জন্য আপনি দুঃখ পেয়েছেন বা আমার কোন পোস্ট সর্ম্পকে আপানার কোন মতামত থাকলে তা আমাকে জানাবেন। আশা করি আমার ব্লগটি আপনার উপকারে আসবে, ধন্যবাদ। ইফতেখার আলম

ফেসবুকে ফেলে আসা দিনগুলো

যাঁরা ফেসবুক ব্যবহার করেন তাঁরা অনেকেই হয়তো ভুলে গেছেন, প্রথম ফেসবুক স্ট্যাটাস কী ছিল অথবা কোনো দিন থেকে আপনি ফেসবুক ব্যবহার শুরু করেছেন। অনেকেই চান প্রথম দিকের সেই স্ট্যাটাসগুলো আবার দেখতে বা পড়তে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে এসব পাওয়া না গেলেও একটি ওয়েবসাইট আপনার সব স্ট্যাটাস তাদের আর্কাইভে সংগ্রহ করে রেখেছে আপনার জন্যই। তেমনি একটি ওয়েবসাইট আর্কাইভবুক (archivedbook)। আর্কাইভবুকে আপনি আপনার ফেসবুকের শুরুর দিন থেকে আজ পর্যন্ত শেয়ার করা সব স্ট্যাটাস তারিখানুসারে পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনার ফেসবুকবন্ধুদেরও সব স্ট্যাটাস ও শেষ ৩০ দিনে আপনার স্ট্যাটাসে কতগুলো কমেন্ট ও লাইক পড়েছে তাও জানতে পারবেন। এখনই আপনার ফেসবুক আর্কাইভ পেতে http://archivedbook.com এই ঠিকানায় প্রবেশ করুন।—

সুত্র: প্রথম আলো..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.