……কিছু এলোমেলো কথা……
স্বাগতম

আমার ব্লগে আপনাকে স্বাগতম। এটিই আমার প্রথম বাংলা ব্লগ,আমি এখানে আপনাদের জন্য কিছু তথ্য শেয়ার করব। আশা করি আপনাদের ভাল লাগবে আর এখানে সবকিছুই ফ্রী।আমার ব্লগ আমার নিজস্ব চিন্তা আর মন্তব্যের বহিঃপ্রকাশ, তাই আমার কোন মন্তব্য যদি আপনাকে দুঃখ দিয়ে থাকে তাহলে আমি এর জন্য দুঃখিত। আর আমার যে মন্তব্যের জন্য আপনি দুঃখ পেয়েছেন বা আমার কোন পোস্ট সর্ম্পকে আপানার কোন মতামত থাকলে তা আমাকে জানাবেন। আশা করি আমার ব্লগটি আপনার উপকারে আসবে, ধন্যবাদ। ইফতেখার আলম

লিথিয়াম আয়ন ব্যাটারি

ল্যাপটপ ও অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি লাইফ যেভাবে বাড়াবেন

ল্যাপটপের যে পার্টসটি নষ্ট হবার মধ্যে সবার আগে পড়ে তাহল ল্যাপটপের ব্যাটারি। আর এই ব্যাটারি হল লিথিয়াম আয়ন এর ব্যাটারি বা Li-ion ব্যাটারি। ল্যাপটপের Li-ion ব্যাটারি লাইফ স্প্যান ৪০০-৬০০ ফুল চার্জ ও ডিসচার্জ সাইকেল হয়, অর্থ্যাৎ একবার চার্জ দিয়ে যদি শেষ করতে থাকেন আর এভাবে ব্যবহার করতে থাকেন তাহলে খুব দ্রুত আপনাকে আরেকটি ব্যাটারি কিনতে হবে। নতুন ল্যাপটপের ক্ষেত্রে প্রথমবার ৮ঘন্টা বন্ধ রেখে ল্যাপটপ ব্যাটারি অবশ্যই চার্জ করবেন আর কেনার পর প্রথম সপ্তাহে মোট চারবার চার্জ ও ডিসচার্জ করে ল্যাপটপ ব্যবহার করুন, নতুন ব্যাটারির ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। এতে ব্যাটারি ফুল পারফরমেন্সের জন্য তৈরি হবে। এরপর আর এভাবে চার্জ-ডিসচার্জ করার দরকার নেই।পরবর্তীতে এরকম যত করবেন তত ব্যাটারী সাইকেল কমবে আর চার্জ দেবার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পাবার চেষ্টা করবেন। আর সাধারণভাবে AC সাপ্লাই দিয়ে চালানোর চেষ্টা করুন। আবার বেশি AC সাপ্লাইয়ে চালাবেন না, AC সাপ্লাইয়ের মাঝে মাঝে ব্যাটারী এর পাওয়ার ও ব্যবহার করুন। সবসময় AC সাপ্লাই ব্যবহারে আপনার ল্যাপটপের ব্যাটারির আয়ু কমিয়ে দিবে। প্রতি ৮-১০দিনে ব্যাটারীটিকে সম্পূর্ণ ডিসচার্জ করুন। ল্যাপটপ দীর্ঘদিন ব্যবহার করবেন না তাহলে ব্যাটারিটি খুলে পরিস্কার পলিথিনে মুড়িয়ে রাখুন সাথে অবশ্যই সিলিকা জেলের প্যাকেট রাখবেন, খুব বেশি উষ্ণ নয় বা শীতলও নয় এমন জায়গায় রাখুন। Read more